নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পানিহাটি পৌরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপায়ন রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই কর্মবিরতি পালন করলেন পুর কর্মীরা। পৌরসভার জরুরী পরিষেবা বাদ রেখেই তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কর্মবিরতির জেরে এদিন পুর পরিষেবা শিকেয় উঠেছিল। কাজের দরকারে পুরসভায় এসে এদিন সাধারণ মানুষজনকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। যদিও দুপুরের দিকে পৌরপ্রধান মলয় রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুর কর্মীদের কর্মবিরতির বিষয়ে পৌরপ্রধান মলয় রায় বলেন, কর্মচারীদের কাজের ভাগাভাগি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে ওদের সঙ্গে আলোচনায় সেই সমস্যা মিটে গিয়েছে। কর্মচারীরা ফের কাজে যোগও দিয়েছেন। মলয় রায় আরও বলেন, সাব-এসিসস্টেন্ট ইঞ্জিনিয়ার দীপায়ন রায়ের সঙ্গে মতানৈক্যের জেরে কর্মচারীদের মধ্যে অসন্তোষ জন্মেছিল। আলোচনার মাধ্যমে সেই সমস্যাও মিটে গিয়েছে।
Discussion about this post