নিজস্ব প্রতিনিধি: গত ৯ থেকে ১১ই ডিসেম্বর বাংলার সাতটি এনফিল্ড (Royal Enfield) রাইডার্স ক্লাব মিলে আয়োজন করেন “এনফিল্ডইজম ” (Enfieldism)। এই অনুষ্ঠানের প্রযোজনায় ছিলেন, বেঙ্গল বুলস, দ্য ইগনাইটেড ক্যানন্স , রাইডার্স অ্যান্ড ওয়ানডারার্স ,বেঙ্গল টাইগার হেডস , ইন্ডিয়া বুল রাইডার্স প্রমুখ ক্লাব ।
এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল বিভিন্ন বাইক রিলেটেড ইভেন্টস, ফিগার অফ এইট, স্লো রেস, ডার্ট ট্র্যাক ইত্যাদি। পুরুলিয়ার বাগমুন্ডির বানজারা ক্যাম্প এ অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। পুরুলিয়ার গ্রামীণ সংস্কৃতি ছৌ নাচ, অযোধ্যা পাহাড়ের ঐতিহাসিক নিদর্শন সব নিয়ে জমে উঠেছিল এই অনুষ্ঠান।
শুধু বাংলার রয়্যাল এনফিল্ড রাইডার্সেরাই নয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সভাপতি সুব্রত বিশ্বাস, হাইকোর্টর এডভোকেট কল্লোল ঘোষ , বি ডি ও দেবরাজ ঘোষ এবং শিক্ষাবিদ নিবারণ চন্দ্র মাহাতো।
সব মিলিয়ে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল বাংলার এনফিল্ড রাইডার্স কমিউনিটির এক মিলন উৎসব, এই বছরের মত প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
দেখুন ভিডিও
প্রত্যেক বছরই বাৎসরিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে “এনফিল্ডইজম” (Enfieldism) এর তরফ থেকে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সংস্কৃতি, নিদর্শন, ইতিহাস ইত্যাদি তুলে ধরা হবে। এই বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আগামী দিনে শুধু বাংলার রাইডার্সরাই নয় এই অনুষ্ঠান পাশে পেতে চায় ভারত বর্ষের সকল এনফিল্ড (Royal Enfield) রাইডার্সদের ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post