নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: প্রচন্ড রোদে পারদ যেখানে ৪০-৪২ ডিগ্রী ছুঁয়েছে সেখানে,ও রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য কর্মে অচল সিভিক ভলেন্টিয়াররা। সেই তাদেরই সহায়তা করতে এগিয়ে এলেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল।
আরো পড়ুন বাবলু সিনে মিডিয়ার কর্ণধার জাইদ আলমের উদ্যোগে ইফতারে এলেন সুপারস্টার জিৎ
জামালপুর বাজার সংলগ্ন এলাকায় প্রচণ্ড রোদে রাস্তায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার দের হাতে ছাতা ,ওয়ারেশ, গ্লুকোজ জলের বোতল তুলে দিলেন উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। প্রচণ্ড গরমে রোদ কে উপেক্ষা করেও তারা নিজেদের কর্তব্য পালন করে যাচ্ছেন এই পরিস্থিতিতে তারা যাতে কিছুটা স্বস্তি দিতে তিনি এই কাজ করলেন বলে সাহাবুদ্দিন বাবু জানান। মোট 22 জন সিভিক ভলেন্টিয়ার্সকে এই সমস্ত সামগ্রী প্রদান করা হলো।
Discussion about this post