নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- এক বৃদ্ধা ব্যাঙ্ক কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুর নাটাগড় অরবিন্দপল্লীতে। মৃতার নাম মঞ্জুলা সরকার ( ৫৮)। সোমবার রাতে খড়দা থানার পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অবিবাহিতা মঞ্জুলা দেবীর বাড়িতে একাই থাকতেন।
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
৩০ এপ্রিল সকালে প্রাতঃভ্রমনে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। কিন্তু সোমবার সন্ধেয় ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। ওনাকে ফোন করলে দেখা যায়, মোবাইল ফোনও বন্ধ। কলিং বেল টিপলে এবং দরজায় ধাক্কা দিলে ওনার কোনও সাড়াশব্দ মেলেনি। খবর পেয়ে খড়দা থানার পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় বৃদ্ধার মরদেহ পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বৃদ্ধার প্রকৃত মৃত্যুর কারণ জানা সম্ভব।
Discussion about this post