নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভার ৬ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায় রেল লাইনের ধারে নর্দমার পাশে একটি পচগলা দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ পুলিশ বাহিনী দেহ উদ্ধারকারী টিম এসে উপস্থিত হন ঘটনাস্থলে।
আরো পড়ুন শুভেন্দুর প্রচার মঞ্চ তৈরিতে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পরে পরেই উপস্থিত হন মেমারি পুরপ্রশাসক স্বপন বিষয়ী, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জীব ঘোষ, ওয়ার্ড সভাপতি হামিদুল সেখ। ওসি সরেজমিনে তদন্ত করে দেখেন দেহ পড়ে আছে রেলের জায়গায়। দেহ তোলার দায়িত্ব জিআরপি বা রেলের। ফলে রেলের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ বাহিনী সহ টিম নিয়ে ঘুরে আসেন। পরে বিশেষ সূত্রে জানা যায় ওসির ধারণা সঠিক। তিন-চারদিন আগে রাতে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান। দুর্ঘটনার কথা ট্রেনের গার্ড মেমারি রেল স্টেশন মাস্টার সহ কেবিনম্যানকে জানান।
আরো পড়ুন আগামী তিন মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে, চ্যালেঞ্জ Abhishek-র
রাতেই রেলকর্মী সহ জিআরপি টর্চ নিয়ে খোঁজাখুঁজি করে দেখতে না পেয়ে ফিরে যান। মঙ্গলবার এলাকায় দুর্গন্ধ ছড়ালে এলাকার মানুষ ঝোঁপের মধ্যে মধ্য বয়সী প্যান্ট সার্ট পরা উপুড় হয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয়। মৃত ব্যক্তির পাশে একটি ব্যাগও পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে রেললাইন ধরে যাওয়ার পথে ট্রেন ধাক্কায় ঘটনাটি ঘটেছে, যদিও পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
Discussion about this post