দীর্ঘদিন ধরেই যুক্ত মডেলিংয়ে, একাধিক বিজ্ঞাপনী প্রচারের অংশ হয়েছে বোলপুরের মেয়ে শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay)। লক্ষ পূরনের তাগিদে অভিনয়ে পা অভিনেত্রীর। আর শুরুতেই বড়োপর্দার বাজিমাত, পাভেল পরিচালিত নতুন ছবি “ডাক্তারকাকু” র মুখ্যচরিত্রে শ্রীলগ্না বন্দোপাধ্যায় (Shreelagna Bandyopadhyay)। অভিনয়ের পাশাপাশি নিত্য ফটোশ্যুট করতেও দেখা যায় তাঁকে । সোশ্যাল মিডিয়ায় অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। 24X7 NEWS BENGAL এর প্রতিনিধি অয়ন কুমার সাধুখাঁকে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay) জানায় তার অজানা কিছু কথা।
পয়লা বৈশাখ বাঙালির উৎসব , নতুন বছরের প্ল্যান ?
পয়লা বৈশাখ মানে বাঙালির নববর্ষ, নতুন বছরের শুরু মানেই ভালো খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া,আড্ডা। বছরের শুরুটা ভালো কাটুক ,মা বাবা ভালো থাক সেটাই চাইবো। আর সারাবছরই তো কাজ করি, তাই ওই দিনও যদি ছবির শ্যুট পড়ে তো কাজ করবো, কারন অভিনেত্রীর পরিচয়ই তার কাজে।
ছোটবেলা কোথায় কেটেছিলো?
আমার ছোটবেলা হাওড়াতেই কেটেছে আমি এখনও এখানেই থাকি , আমার গ্রামের বাড়ি অনেক টা দূরে সাইথিয়া বোলপুরে ,তবে সেখানে আমি সেভাবে থাকিনি, গেছি ঘুরতে ।
মানুষ হিসাবে শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay) কেমন ?
মানুষ হিসাবে শ্রীলগ্না জটিল নয়, খুবই সাধারন , আর পাঁচটা মেয়ের মতোই সাধারণভাবেই থাকে , কাজ করতে ভীষণ ভালোবাসে, কোনো রকম সম্পর্কে জটিলতা চায় না।
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
মডেল শ্রীলগ্না ,নাকি অভিনেত্রী শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay) ?
আমার ক্যারিয়ারের শুরুটাই মডেলিং দিয়ে, মডেলিং এই আমার হাতেখড়ি , এবং মডেলিং করেই মানুষ আমাকে চিনেছে , মডেলিং থেকেই আমি এই ছবির সুযোগটা পেয়েছি , তাই মডেল শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay) নাকি অভিনেত্রী এই দুটোর মধ্যে বাছতে পারবো না, আমার কাছে দুটোই খুব প্রিয়।
প্রথম যেদিন ক্যামেরার সামনে এসেছিলেন অভিজ্ঞতা কেমন?
আমার ক্ষেত্রে সেই ভাবে ক্যামেরা ফেসিং টা আলাদা করে কিছু মনে হয়নি। যেহেতু আমার দাদু ফটোগ্রাফার ছিলেন, ছোটবেলা থেকেই মোটামুটি ক্যামেরার সামনে দাঁড়াতাম ,আগেকার দিনে তো ফিল্ম ক্যামেরা ছিল সেই ফিল্ম বেচে গেলে দাদু বলতো তুই দাঁড়া তোর ছবি তুলে দিই, আমিও গো এস ইউলাইক এর মত নানান রকম সেজেগুজে দাঁড়িয়ে পড়তাম।
সিনেমায় আপনার চরিত্র কি?
সিনেমায় আমার চরিত্রটা পুরোটা তো বলা সম্ভব না , তবে এটা বলতে পারি আমরা যেমন, আমাদের আসেপাশে যেরকম একটা সাধারণ মেয়ে দেখতে পাই সেরকমই একজন সাধারণ মেয়ের গল্প ,কিছু মানুষের জন্য যার জীবনে অনেক উথাল পাতাল হচ্ছে।
চরিত্রের কোন দিকটি আকর্ষন করল , তাই অভিনয়ের দিকে পা বাড়ালেন ?
আমার ক্ষেত্রে চরিত্র এবং গল্প দুটোই খুব গুরুত্বপূর্ণ। আর পাভেল দা সাংঘাতিক ভালো গল্প লেখেন, আর সাধারণ মানুষের জীবনেও অনেক কিছু ঘটে , আর সাধারণ মানুষের গল্প আমাকে খুব আকর্ষন করে।
অনেকেই বলছেন দর্শক হলমুখী নয়, বড় পর্দার অভিনেতা অভিনেত্রী চলে আসছেন ছোটপর্দায় আর আপনি বড় পর্দায় কি বলবেন?
এক্ষেত্রে আমি খুব একটা সহমত নই, কারণ কয়েকদিন আগেই কিছু ছবি বেরিয়েছে, এবং একশো দিন চলেছে সেই ছবি মানুষ দেখেছেও। আর অভিনয় এর ক্ষেত্রে আমার কাছে ছোটপর্দা বড়ো পর্দা আলাদা করে কিছু ডিপেন্ড করে না , ভালো স্ক্রিপ্ট খুব দরকারী।
আরো পড়ুন “Dream big achieve it” – মডেলিং জগতের পরিচিত মুখ Sarbari Das
আপনার জীবনের সুপার স্টার কে ?
আমার জীবনের সুপার স্টার আমার মা ,আমার মা আমাকে যেভাবে ঘর এবং বাইরে সামলে আমাকে যেভাবে মানুষ করেছেন তো এক কথায় আমার মা।
পরিচালক পাভেল দার সাথে প্রথম কাজ অভিজ্ঞতা কেমন?
পাভেল দার সাথে আমার প্রথম কাজ, অভিজ্ঞতা আলাদা করে বলার কিছুই নেই , খুবই ভালো মানুষ ডিরেক্টর হিসেবেও খুবই ভালো। এনার্যেটিক, যেটা মনে ভাবেন খুব সুন্দর করে সিনে ফুটিয়ে তোলেন।
ওপেনিং এই বুম্বাদা কেমন লাগছে কাজ করে?
আমি কোনোদিন ও ভাবিনি যে আমার প্রথম কাজ বা কোনো কাজই বুম্বাদার সাথে করবো , শুধু বুম্বাদা না রিদ্ধি আছে , এনা দি আছে এরা সবাই অনেক ভালো ভালো কাজ করেছেন, বুম্বাদা তো বোধ হয় জন্মের আগে থেকে ইন্ড্রাস্ট্রিতে কাজ করছে তো অনেক কিছু শিখছি।
বাস্তবে আর চরিত্রের শ্রীলগ্না (Shreelagna Bandyopadhyay) কতটা তফাৎ ?
আমার চরিত্রের সঙ্গে সিনেমার চরিত্রে অনেক মিল পাই , অবশ্যই ওর জীবনে যা যা ঘটেছে আমার জীবনে তা ঘটেনি তবে চরিত্রের দিক থেকে , যেমন মেয়েটি খুব ভালোবাসায় বিশ্বাসী এবং আমি নিজেও ।
প্রেম করছেন?
এটা খুবই একটা ব্যক্তিগত প্রশ্ন এই বিষয় আমি কিছু বলতে চাই না।
শুটিং এর চাপে নিজেকে সময় দিতে পারো ?
হ্যাঁ শুটিং এর চাপ থাকে , তবে অন্যদের শটের সময় আমি গান শুনি, তো হ্যাঁ নিজের জন্য সময় আমি বার করতে পারি।
সমস্ত অভিনেত্রীদের একটা পছন্দের চরিত্র থাকে আপনার সবচয়ে পছন্দের চরিত্র কোনটা ?
আমার ক্ষেত্রে ঐভাবে একটা তো নেই কারণ আমার প্রচুর পছন্দের চরিত্র আছে , শিল্পীর পরিচিতিই তো তার অভিনীত চরিত্রে।
পরবর্তীতে শ্রীলগ্না কোন ধারাবাহিকে বা কোন সিনেমা তে দেখতে পাবো?
আমি যদি ভালো কাজ করতে পারি ,মানুষের যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমি অবশ্যই আবার কাজ করবো, নিজের ক্যারিয়ার কে সামনে রেখে আমার লক্ষগুলো কে পূরন করবো।
অনুগামীদের কি বলবেন?
অনুগামীদেরকে বলবো এটা আমার প্রথম কাজ, অনেক কষ্ট করে কাজ করেছি ,আমার ক্ষেত্রে আলাদা কিছু নয়, সবাই কষ্ট করে, শুধু বলবো হলে গিয়ে ছবিটা দেখুন, এই ছবিটা সবার জন্য, কোনো নির্দিষ্ট বয়সিদের জন্য নয়। সমাজের একটা শ্রেণীর মানুষের গল্প যাদের কথা হয়তো অনেকেই জানেন না।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post