নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্য বিজেপির মহিলা মোর্চার সংগঠনে রদবদল করলো বঙ্গ বিজেপি। রাজ্য মহিলা মোর্চার পদ থেকে সরিয়ে দেওয়া হল তনুজা চক্রবর্তীকে। তাঁর জায়গায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার নতুন সভানেত্রী করা হল ফাল্গুনী পাত্রকে। নৈহাটি বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফাল্গুনী পাত্র বিজেপির রাজ্য সম্পাদিকা ছিলেন। পাশাপাশি তিনি নবদ্বীপ জোনের ইনচার্জও ছিলেন।
সূত্র বলছে, লকেট চট্টোপাধ্যায় কিংবা অগ্নিমিত্রা পাল মহিলা মোর্চার দ্বায়িত্বে থাকাকালীন আন্দোলন বেশ জোরদারই হত। কিন্তু তনুজা চক্রবর্তী মহিলা মোর্চার দ্বায়িত্বভার কাঁধে নেবার পর আন্দোলন তেমনভাবে দানা বাঁধতে পারেনি। বলা বাহুল্য, আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তাই এবার পোড়খাওয়া ফাল্গুনী পাত্রের হাতেই দলের মহিলা মোর্চার দায়িত্ব সপে দেওয়া হল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাল্গুনী পাত্র বলেন, বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও এখানে মহিলারা সুরক্ষিত নন। মহিলা সংগঠনকে মজবুত করে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপাতে চান লড়াকু ইমেজের ফাল্গুনী পাত্র। পাশাপাশি তিনি দলের লড়াকু ভাবাপন্ন নেত্রীদের সামনের সারিতে আনতে চান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post