নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ব্যাগ ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হালিশহর থানার মনসাতলা এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম অরুণ মন্ডল ( ৪৭)। মঙ্গলবার রাতে মনসাতলার বাসিন্দা সুরজিৎ অধিকারির বাড়ি থেকে পুলিশ ওই ব্যবসায়ীর পচাগলা মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। যদিও মৃতের বাড়ি হালিশহর বলদেঘাটা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার জন্যই ওঁর বন্ধুরা ওকে খুন করেছে। মৃতের জেঠতুতো ভাই সুমন্ত মন্ডলের ভিত্তিতে হালিশহর থানার পুলিশ ইতিমধ্যেই বাড়ির মালিক সুরজিৎ অধিকারী ও তার জামাই সায়ন চক্রবর্তী-সহ তিনজনকে ইতিমধ্যেই পাকড়াও করেছে।
মৃতের ভাগ্না প্রলয় সরকারের অভিযোগ, তিনদিন আগে অরুণকে বাইকে চাপিয়ে মনসাতলায় সুরজিৎ অধিকারীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অরুণকে মদ্যপান করিয়ে বেহুঁশ করে দা দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করা হয়। তারপর বালিশ চাপা দিয়ে ওকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃতের পরিবারের দাবি, কয়েকদিন আগে বাড়িটি বিক্রি করে অন্যত্র ভাড়া থাকার সিদ্ধান্ত নিয়েছিল অরুণ। বাড়ি বিক্রির পুরো টাকাটাই আত্মসাৎ করার জন্য ওর বন্ধুরা ওঁকে পরিকল্পনা মাফিক খুন করেছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার-পরিজনরা।
Discussion about this post