কৌশিক ঘোষ, কোলকাতা: কোলকাতার রাসমনি বাগানে কিশোর সংঘের পরিচালনায় ১১ ডিসেম্বর,রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক অভিনব মানব প্রতিকৃতি অঙ্কণ প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রাসমনি বাগান ফুটবল মাঠে পাচ থেকে পনেরো বছর বয়সি শিশুদের নিয়ে ক,খ,গ এই তিনটি বিভাগে মোট সাড়ে তিনশোর ও বেশি অঙ্কণ প্রতিযোগি এই অঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ তেরো চিত্রশিল্পী তোরো জন মানব মডেলের মুখাবয়বের প্রতিকৃতি অঙ্কণ করল।
বিচারক দের সিদ্ধান্ত অনুযায়ী বসে আঁকো প্রতিযোগিতা ও মানব মুখাবয়ব প্রতিকৃতি অঙ্কণ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী বিজয়ীদের পুরস্কৃত করা হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কোলকাতার ৫৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি তথা কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য জীবন সাহা। মূলত চিত্রশিল্পী সিদ্ধার্থ মুখার্জীর উদ্যোগেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য জীবন সাহা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post