পাঞ্চজন্য রায়, হাফলং : হাফলঙের শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পরিকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শর্মা। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও পীযূষ হাজারিকা, বিধায়ক নন্দিতা গারলোসা প্রমুখ।
আরো পড়ুন ভ্যাকসিনের ডবল ডোজ সার্টিফিকেট দেখলেই ২৫ শতাংশ কর ছাড়
মুখ্যমন্ত্রী এদিন সেবাসমিতির কর্মকর্তিদের সঙ্গে মন্দিরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। সমিতির পক্ষে বীরেশ্বর চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হাতে দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারীর মধ্যেই মন্দিরের উন্নয়নে আর্থিক মঞ্জুরি প্রদান করা হবে।
Discussion about this post