সংবাদদাতা বসিরহাট : বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী। এই ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকে সমশেরনগর এলাকায়। জানা যায় নিখোঁজ মৎস্যজীবীর নাম জাহাঙ্গীর বাউলিয়া বয়স ৪৩ বছর। ঘটনাটি ঘটেছে সজনেখালি রেঞ্জার ৪ নম্বর ঝিলার জঙ্গলে।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
স্থানীয় ও বন্ধুত্ব সূত্রে খবর রবিবার ৩ জনের একটি মৎস্যজীবীদল উত্তর ২৪পরগনা সামশেরনগর এলাকা থেকে সুন্দরবন জঙ্গল মাছ ধরতে গিয়েছিল। সোমবার মাছ ধরার সময় আচমকাই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে লাফিয়ে পড়ে মৎস্যজীবী জাহাঙ্গীর উপর। এরপর ওই মৎস্যজীবীকে টেনে হিজরে জঙ্গলের ভিতরে নিয়ে যায় বাঘটি। সঙ্গীরা খোঁজাখুঁজি করার সত্বেও খুঁজে পাওয়া যায়নি ওই মৎস্যজীবীকে।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
এরপর অন্য ২ মৎস্যজীবীরা না পেয়ে খবর দেয় বনদপ্তরে অফিসে। বনদপ্তরে অফিসের কর্মীরা গিয়ে ওই মৎস্যজীবীর কে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। এই বিষয়ে একমত সজীবের পরিবারের তরফ থেকে জানা যায় বনদপ্তর এর অনুমতি নিয়েই তারা মাছ ধরতে গিয়েছিল জঙ্গলে তারপর এই দিন বাঘের মুখে পড়ে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর আধিকারিকরা।
Discussion about this post