নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মারুতি ব্যায়াম বিদ্যালয়ের উদ্যোগে পাঁচ কিলোমিটার হাটা প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো। হুগলির উত্তরপাড়া ভদ্রকালী থেকে শুরু করে হাওড়ার বালি বাদামতলার লিচু বাগানে এই প্রতিযোগিতা শেষ হলো। দীর্ঘ ৮০ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে এই প্রতিযোগিতা শুরু করেন সেই সময়কার প্রাক্তন সাংবাদিক শ্রী বিজয় কৃষ্ণ রায়। সেই থেকে আজ অব্দি প্রতি বছর এই প্রতিযোগিতা হয়ে থাকে। প্রাথমিকভাবে শুরু হয়েছিল পাঁচ মাইল হাটা প্রতিযোগিতা এখন সেটি ৫ কিলোমিটার হয়ে দাঁড়িয়েছে তবে প্রতিযোগীদের অভাব দেখা যায় না।
৯৩ বছর থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত এই প্রতিযোগিতাতে নাম দেন এবং জিতে দেখান । আজকেও তার একই চিত্র দেখা গেল না মহিলা পুরুষ নির্বিশেষে হাঁটা প্রতিযোগিতায় নাম দেন। বয়স্করা যেমন হেঁটেছেন মহিলারাও হেটেছে এবং বাচ্চারাও হেঁটেছেন ।টোটাল ১১২ জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং যারা স্বীকৃতি পান তাদেরকে উপহার এবং সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় ডাক্তার রানা চ্যাটার্জি , প্রাক্তন পৌর প্রতিনিধি প্রানকৃষ্ন মজুমদার, অঞ্জন মিত্র, শুভ কুমার, অমল প্রসাদ কুমার, সঞ্জয় রায় প্রমুখ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post