নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মঙ্গলবার ভোর রাতে জগদ্দলের মেঘনা ঘাট থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ওই পাঁচজনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম সাহিল রবিদাস, সাগর রবিদাস, রাজা প্যাটেল, সাগর কুমার সাউ, রনজিৎ পান্ডে।
পুলিশ ধতদের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র এবং একটি করে ভোজালি ও ছুরি উদ্ধার করেছে। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় নিহত আকাশ যাদব খুনে অভিযুক্ত সাহিল ও সাগর বহুদিন ধরে বেপাত্তা ছিল। এমনকি সিবিআই ওই দুজনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এবার বাকিদের খোঁজ চালাবে।
Discussion about this post