নিউজ ডেস্ক: গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বজবজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে সস্ত্রীক অটোতে বাড়ি ফিরছিলেন নুঙ্গিপাড় বাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। সেই সময় তাঁর সঙ্গে ছিল অফিস-ব্যাগটি। সুরজিৎ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ওই ব্যাগের মধ্যে নগদ দুই লক্ষ টাকা, ল্যাপটপ এবং দরকারি কাগজপত্র ছিল। অন্যমনস্কতার বশে অটো থেকে নামার সময় কোনওভাবে ব্যাগটি ভুলে আসেন সুরজিৎবাবু। কিছুক্ষণ পর বিষয়টি অনুধাবন করতে পেরে বাড়িতে স্ত্রীকে রেখে এসে বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানান।
আরো পড়ুন Aay Khuku Aay Teaser: ‘আয় খুকু আয়’ প্রতিটি বাবা-মেয়ের জন্য এই ছবি
দুই থানার পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও ভাবেই অটোটিকে চিহ্নিত করতে পারছিল না। এই পরিস্থিতিতে আজ সকালে অটো ড্রাইভার মহেশতলা থানায় ব্যাগটি ফেরত দেন। অটোচালকের এই সততার কারণে মহেশতলা থানার পুলিশ তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।
পাশাপাশি, সুরজিৎবাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কৃত করেন। অটোচালকের এহেন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অটোচালক শেখ রবিয়ালও নগদ পাঁচ হাজার টাকায় পুরস্কৃত হওয়ায় যথেষ্ট আপ্লুত।
Discussion about this post