দেবশ্রী মুখার্জি : মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত ব্যারাকপুরের নোভা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের মাঠে বিধায়ক রাজ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় ও পৌর পিতা জয়দেব দাসের সহযোগিতায় এবং ‘বুস্টিং ব্র্যান্ড’ আয়োজিত খাদ্য মেলা ‘বাহারে আহারে’ সিজন -৮ এর শুভ উদ্বোধন হলো। খাদ্য রসিক ব্যারাকপুর বাসীর জন্য এই মেলা চলবে তিন দিন।
৮ই ডিসেম্বর মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী ,বিধায়ক সুবোধ অধিকারী,পৌরমাতা মৌসুমী মুখার্জী, পৌরপিতা জয়দেব দাস সহ এই মেলার আয়োজক বুস্টিং ব্রান্ডস এর কর্ণধার অরুনভ চ্যাটার্জি ও সৌমিতা গাঙ্গুলী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই মেলায় খাদ্য রসিক ব্যারাকপুরবাসীর জন্য এক জায়গায় সব ধরনের খাবার এমনকি শীতকালীন মিষ্টি পিঠে পুলেও এখানে পাওয়া যাবে। এছাড়াও থাকবে বিভিন্ন শিল্পীদের নিয়ে তিন দিনব্যাপী সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান ও এই মেলায় কোন প্রবেশ মূল্য নেই।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post