নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- খড়দা থানার টিটাগড় পি কে বিশ্বাস রোডে গত ২৬ এপ্রিল বিকেলে পুরাতন জরাজীর্ণ চারতল বিশিষ্ট একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। ঘটনায় গুরুতর জখম মিঠু সাউ নামে এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
কি কারনে ওই বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বেলায় ঘটনাস্থলে আসেন ফরেনসিক বিশেষজ্ঞ টিম ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। ফরেনসিক বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। তদন্তে আসা ফরেনসিক বিশেষজ্ঞ ডঃ সি কে সাহা বলেন, এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। তদন্ত এখনও প্রাথমিক স্তরে। যদিও ঘটনাস্থলে হাজির হয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ দাবি করেছিলেন, গ্যাস সিলিন্ডার ফেটেই ওই প্রাচীণ বাড়ির একাংশ হুড়মুড় করে ভেঙে পড়েছে।
Discussion about this post