দীপ দেব: দীর্ঘ ১ মাস বাইরে থাকায় এই বন্যার সময় বড়খলার জনগণের পাশে উপস্তিত থাকতে পারেন নি তিনি গত কাল শিলচর এসে পৌঁছেন তিনি । তাই আজ আর দেরি না করে বেরিয়ে পরেন বন্যায় ক্ষতি গ্রস্ত জনগণের সাথে সাক্ষাৎ করতে ও খোঁজখবর নেওয়ার জন্য । উনি আজ জারইল তলা জিপির বড়ো গ্রাম,সোনাপুর জিপি এর গঙ্গা পুর , বড়খলা জিপি এর ছেছড়ি ও বড়রাম পুর, ডলু জিপি এর কালি নগর এসব গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন সরকারি ত্রাণ সামগ্রী বণ্টন করেন।
অনেক এলাকায় অনেক পরিবারের ভীষণ ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা দেখে উনি অনেক দুঃখ প্রকাশ করেন ও এসব বন্যায় ক্ষতিগ্ৰস্ত পরিবারের সাহায্যর জন্য উনি জেলা আধিকারিক এর সঙ্গে কথা বলবেন বলে উনাদের আশ্বাস দেন। তাছাড়া বিশেষ করে ওই সব এলাকার বন্যায় ভেঙে যাওয়ার রাস্তা ঘাট এর পরিদর্শন করলেন । প্রাক্তন বিধায়ক এর সঙ্গে ছিলেন জড়ইলতলা জিপি সভানেত্রী রুমি রানী নাথ, মণ্ডলের মহিলা মোর্চা সভানেত্রী রিনা রানী দেবী, ব্রজ মনি সিংহ, হেম শিং, প্রভা চ্যাটার্জি, মাসু ঘাট জিপি এর এপি প্রতিনিধি রাজেশ শর্মা, অমল নাথ, হেমন্ত সিংহ, সঞ্জন দাস, স্বপন রায়, ডলু জিপি সভাপতি পিন্টু বর্মন, এপি ব্লক সভানেত্রী সবীতা দাস, পাপ্পু গোয়ালা, গ্রুপ মেম্বার প্রণয় দাস, শক্তি কেন্দ্র প্রমূখ স্বপন মহালি সহ আরও প্রমূখেরা।
Discussion about this post