নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সোমবার সন্ধেতে ভাটপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর গলিতে বোমাবাজির ঘটনায় পাঁচজন নিরীহ মানুষ জখম হয়েছেন। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাটপাড়া থানার পুলিশ বিজয় সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।
ঘটনায় জড়িত বাকিদের পুলিশ খোঁজ চালাচ্ছে। অপরদিকে ওইদিন সন্ধেতে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি কাম অফিস মজদুর ভবনের সামনে বোমা মারে দুষ্কৃতীরা। যদিও বোমাটি ফাটে নি। সেই ঘটনায় জগদ্দল থানার পুলিশ অভিষেক চৌধুরী, বিকাশ চৌধুরী ও সুরাজ পাঠান নামে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।
আরো পড়ুন টাইমস অফ থিয়েটার রেডিও র শুভ সূচনা
Discussion about this post