নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- তিন মহিলা-সহ চার কচ্ছপ পাচারকারী পাকড়াও বরানগরে। বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় ডানলপ মোড়ে হানা দিয়ে ওই চার কচ্ছপ পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
আরো পড়ুন পুলিশের জালে ভেজাল সর্ষে তেলের অসাধু ব্যবসায়ী
ধৃতদের নাম রমেশ কানঞ্জার (৩৫), নেহা কানঞ্জার (১৮) কিশোর কানঞ্জার (৩৪), কাজল সিং (২৫)। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১০০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে। জানা গিয়েছে, ধৃতরা হাওড়া স্টেশনে নেমে দুটো গাড়ি ভাড়া করে ডানলপ মোড়ে আসতেই বরানগর থানার পুলিশ ওদেরকে পাকড়াও করেছে। ধৃতেরা উত্তরপ্রদেশের বাসিন্দারা। উদ্ধার করা বিলুপ্তপ্রায় কচ্ছপ গুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
আরো পড়ুন নির্বাচনের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সুপর্ণা দত্ত
Discussion about this post