শচীন পাল,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের ডাঙ্গরসাহী সৈয়দ আলি স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এবং সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা গোষ্ঠী “আমারকার ভাষা,আমারকার গর্ব” এর সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় কেন্দ্রের বিশেষ সহযোগিতায় শিবিরটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
শিবির মোট ১৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এদিনের চক্ষূ পরীক্ষা করেন। পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক ব্যক্তি এদিন চক্ষু পরীক্ষা করান। শিবিরে যাঁদের চোখের ছানি ধরা পড়ে ছে আগামী ১২ দিনের মধ্যে তাঁদের দু-দফায় বিনামূল্যে অপারেশন করা হবে।এ ছাড়া এদিনের শিবির থেকে ৩০ জনকে চশমা দেওয়া হয়।ক্লাবের সম্পাদক সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক সৈকত আলি সা জানান, গ্রামে ধান কাটার সময় চলছে, তা না হলে রোগীর সংখ্যা আরো বাড়তো। তিনি আরও জানান ভবিষ্যতে তাঁদের ক্লাব এই ধরনের সামাজিক কাজ চালিয়ে যাবে। শিবিরে এলাকার বিশিষ্ট জনেরা এবং ক্লাব ও সুবর্ণরৈখিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post