প্রীতম ভট্টাচার্য : গরমের দাবদাহে নাজেহাল মানুষ।চিন্তার শেষ নেই প্রবীন থেকে শিশুদের। দুবছর কোভিডের পর সবকিছু স্বাভাবিক হলেও গরমের দাবদাহে চিন্তার ভাঁজ সমাজে খেটে খাওয়া মানুষের। এই কোভিডে দুবছরে বহু মানুষ কর্মহীন, পেশা বদলেছে অনেক মানুষ।
আরো পড়ুন বাবলু সিনে মিডিয়ার কর্ণধার জাইদ আলমের উদ্যোগে ইফতারে এলেন সুপারস্টার জিৎ
সমাজে এইসব অসহায় মানুষের কথা ভেবেই ২৯ শে এপ্রিল ২০২২ শুক্রবার সকাল ৯ টায় কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে রেড ভলেন্টিয়ারের উদ্যোগে এবং অ্যাপেলো ডায়াগনস্টিক – এর সহযোগীতায় একটি বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ব্লাড সুগার, হিমগ্লোবিন ও কোলেস্টেরল পরীক্ষা হয়।
আরো পড়ুন প্রচণ্ড রোদেও কর্তব্যনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারদের জলদান
শহরের অনেক মানুষ যোগদেন এই শিবিরে। শিবিরে আসা মানুষজন বলেন-যে ভাবে রেড ভলেন্টিয়ারের ছেলেমেয়েরা সমাজে কোভিডের দিনে, বিনামূল্যে খাবার, ওষুধ, অস্কিজেন, ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির করে চলেছে তাতে আমরা সাধারন খেটে খাওয়া মানুষজন খুব উপকৃত হচ্ছি।রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা বলেন আমরা সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম আছি আগামীদিনে থাকবো।
Discussion about this post