নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বছরের সারাটা সময় সেবসমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মহিলাদের জন্য নানান কর্মসূচি নিয়ে থাকে স্বেচ্ছাসেবী সংস্থা দিশিতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার শ্যামনগর কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের বিপরীতে ভারতী সংঘ ক্লাবে দিশিতার পক্ষ থেকে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ২৫০ জন মহিলা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।
এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা। নারী দিবস উদযাপন অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি হস্ত শিল্প, সুস্বাদু খাবার ও রকমারি পোশাকের স্টল করা হয়েছিল ক্লাব প্রাঙ্গনে। দিশিতার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম বলেন, গত ৮ মার্চ হোলি উৎসব থাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা সম্ভব হয়নি। তাই এদিন নারী দিবস উদযাপন করা হল। শ্যামাশ্রী শ্যামের কথায়, মা-বোনেরা সর্বদা হেঁসেলের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ওরা নিজেদের শরীরের প্রতি খেয়ালই রাখেন না। তাই মা-বোনদের স্বাস্থ্য পরীক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post