দীপ দেব : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে একটি বাইকরালী শিলচরের নেতাজী মুর্তির পাদদেশ থেকে সকাল নয়টায় শুরু হয়ে তারাপুর, রানীঘাট, বড়খলা, উদারবন্দ, বাশঁকান্দি, ফুলেরতল, লক্ষীপুর, বিন্নাকান্দি, স্বাধীনবাজার , কাবুগঞ্জ, সোনাবাড়িঘাট হয়ে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সন্ধ্যায় পৌঁছায়। বাইকরালীর সূচনা করেন সংগঠনের সহ সভাপতি শিহাব উদ্দিন আহমেদ ও মন্মথ নাথ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সহ সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, দীপঙ্কর চন্দ ও বিশিষ্ট সমাজকর্মী সাধন পুরকায়স্হ প্রমুখ। দীর্ঘ দেড়শ কিলোমিটারের যাত্রাপথে প্রথমে বাইক আরোহীদের সংবর্ধনা জানায় তারাপুরের পাওনিওর ক্লাব।
আরো পড়ুন Balurghat: উড়বে বিমান, মঙ্গলবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসছে এয়ারপোর্ট অথরিটি
সেখানে ক্লাবের সভাপতি কুমুদ সিনহা, সম্পাদক মান্না চন্দ সহ সমিতির কার্যকরী কমিটির সদস্য নির্মল কুমার দাস উপস্থিত ছিলেন। রানীঘাট বাজারে বাইক আরোহীদের সংবর্ধনা জানান কৃষ্ণনগর ভৈরবনগর জিপি হিফজুর রহমান বড়ভূইয়া, পশ্চিম শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সাদিক আহমেদ লস্কর, সম্পাদক রামেন্দ্র দাস, ইসলাম উদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। বাইকরালী উদারবন্দ পৌঁছার পূর্বে ঝাপিরবন্দের নাগরিকদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। উদারবন্দের ক্লাব রেনেসাঁর পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর মুর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ক্লাব রেনেসাঁর সভাপতি জগন্নাথ রায় ও সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আরো পড়ুন Corona Virus: ৭ হাজারের ঘরেই সংক্রমণ, সামান্য কমল দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা
বাইকরেলী উদারবন্দ থেকে বাঁশকান্দিতে পৌঁছালে সেখানে বিশিষ্ট সমাজকর্মী সাদিক আহমেদের নেতৃত্বে জনগণ স্বাগত জানান। সমিতির লক্ষীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে বাইক আরোহীদের পয়লাপুল থেকে স্বাগত জানিয়ে লক্ষীপুরের নেতাজী মুর্তির পাদদেশে নিয়ে যাওয়া হয় । সেখানে বক্তব্য রাখেন জগবন্ধূ দাস, সভাপতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, গুঞ্জন কর, সভাপতি নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপন সমিতি, লক্ষীপুর বিজন পাল, সভাপতি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, লক্ষীপুর এবং কেন্দ্রীয় সমিতির সদস্য অধ্যাপক অজয় রায়।
আরো পড়ুন ভাটপাড়ায় তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলরের নামে কুরুচিপূর্ণ পোস্টার, অভিযোগের তির বিরোধীদের দিকে
কার্যকরী কমিটির অন্যতম সদস্য বিজিত কুমার সিংহ এবং রাহুল রায় সেখানে নেতাজী ও বীর টিকেন্দ্রজীতের মূর্তিতে মাল্যদান করেন। বাইকরেলীকে বিপুল সংবর্ধনা জানানো হয় স্বাধীন বাজারে। বিশিষ্ট শিক্ষক ও জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি মনির উদ্দিন লস্কর, বিশিষ্ট নাগরিক আলহাজ রশিদ মজুমদার, কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত হয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এছাড়াও কাবুগঞ্জ বাজারে সমিতির আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অমলেন্দু নাথ, কমলেশ সিনহা, মাহবুবুল রহমান লস্কর সহ বিশিষ্ট জনেরা সংবর্ধনা জানান ও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সোনাবাড়িঘাটে নিউ ইয়ং স্টার ক্লাবের পক্ষে বাইক আরোহীদের স্বাগত জানানো হয়। বাইকরেলী শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান উদযাপন সমিতির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ ও কোষাধ্যক্ষ নকুল রঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা।
Discussion about this post