নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নিজের জন্মদিনে আত্মীয়-স্বজন কিংবা বন্ধুদের নিয়ে ঘটা করে আয়োজন করে খাওয়া-দাওয়া মোটেই পছন্দ নয় শ্যামনগর সতীন সেন নগরের বাসিন্দা গৌতম পালের। নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চান সেবামূলক কর্মকাণ্ডে। শনিবার তাঁর ৩০ তম জন্মদিন একটু অন্যভাবেই পালন করলেন পেশায় সঞ্চালক গৌতম পাল। যদিও সেবামূলক কাজের জন্য গৌতম ‘সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন।
আরো পড়ুন গাছের গুঁড়ির মধ্য থেকে বোমা উদ্ধার খড়দায়
এদিন দুপুরে তিনি শ্যামনগর চৌরঙ্গী কালিবাড়ির সামনে আশ্রয় নেওয়া অসহায় মহিলাদের শীতবস্ত্র উপহার দিলেন। এদিন রাতে শ্যামনগর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে এবং শ্যামনগর ব্রহ্মময়ী কালীমন্দির চত্বরে রাত কাটানো অসহায় মহিলাদের খুঁজে তাদেরকে শীতবস্ত্র প্রদান করলেন। তাঁর সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সহ-সম্পাদক অমিত শর্মা। সঞ্চালক গৌতম পালের কথায়, দুপয়সা উপার্জন করে নিজেকে সেবায় ব্রতী করতে চাই। কারন, ছেলেবেলা থেকেই দুঃখ-কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি। সেই কারণেই জন্মদিনে অর্থ ব্যয় না করে শতাধিক অসহায় মহিলাকে কম্বল উপহার দেওয়া হল।
আরো পড়ুন চাকরি দেওয়ার নাম করে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে পানিহাটিতে ধৃত ৭
গৌতম আরও জানিয়েছে, আমফান ঝড়ে শ্যামনগর অঞ্চলে অনেক গাছপালা ভেঙে মাটিতে মিশে গিয়েছিল। পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে আমফান ঝড়ের পরবর্তী সময়ে শ্যামনগর অঞ্চলের বিধবা মহিলাদের ১০০ জনকে একমাস দশদিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছিল এবং তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছিল রোপন করার জন্য। ওই সকল মহিলাদের বলা হয়েছিল, চারাগাছ ঠিকমতো বাড়লে দুর্গাপুজোয় নতুন শাড়ি, শীতকালে কম্বল ও পয়লা বৈশাখেও নতুন শাড়ি দেওয়া হবে। গৌতমের সংযোজন, রবিবার থেকে চারাগাছ রোপনকারী বিধবা মহিলাদের শীতবস্ত্র প্রদান করা হবে। বিশ্ব উষ্ণায়ন রুখতে গৌতমের প্রশংসার তারিফ করতে হয়। কারন, একবছর বাদে যাদের গাছ বেশিমাত্রায় বেড়ে উঠবে। তাদের মধ্যে থেকে দুজনকে বাছাই করে পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থানাধিকারীকে টেবিল পাখা এবং দ্বিতীয় স্থানাধিকারীকে সিলিং পাখা দেবার কথা ঘোষণা করেছেন গৌতম পাল। তবে বৃহত্তর শ্যামনগর অঞ্চল জুড়ে সমাজসেবা মূলক কাণ্ডের জন্য গৌতমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর মায়ের স্মরণে সুদেব সাহা এবং তারাপীঠ তপোবনের প্রতিষ্ঠাতা বিনয় মহারাজ।
Discussion about this post