নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– মাস্কের হাত থেকে সকলকে মুক্তি দিক। বুধবার রাতে জগদ্দলের পানপুর বালক বৃন্দের কালি পুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন অভিনেত্রী জুন মালিয়া।
আরো পড়ুন নেটদুনিয়ায় ভাইরাল হলো অনিক এর কন্ঠে গাওয়া শোভন বৈশাখী কে নিয়ে প্রেমের গান
এদিন তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করলাম, যাতে পরের বছর করোনা না থাকে। পাশাপাশি কোভিড বিধি মেনে পুজোর আনন্দে মেতে ওঠার বার্তা দিলেন জুন মালিয়া। এদিন তিনি ব্যারাকপুর, নৈহাটি ও জগদ্দল মিলিয়ে তিনটি পুজোর উদ্বোধন করেন। এদিন পানপুর বালক বৃন্দের পুজোর উদ্বোধন করেন খড়দা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়।
আরো পড়ুন অল ইন্ডিয়া রেডিও ষ্টেশন বন্ধের বিরুদ্ধে অভিযোগ আকাশবানী ও দুরদর্শন
হাজির ছিলেন নৈহাটি ও জগদ্দলের বিধায়ক যথাক্রমে পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। এই পুজোর মূল উদ্যক্তা দীপক লাহেরী।
Discussion about this post