নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সরস্বতী পুজোর দিন হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে রাজ্যপালকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সোমবার মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবসে বারাকপুর গান্ধী ঘাটের প্রার্থনা সভামঞ্চে রাজ্যপালের জুতো পড়ে ওঠা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে উক্ত অনুষ্ঠানে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের জুতো পড়া নিয়েও। মহাত্মা গান্ধীর ৭৬ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে প্রার্থনা সভায় যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, জেলাশাসক সরদ দ্বিবেদী এবং ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া-সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
রাজ্যপাল-সহ বিশিষ্টজনের উপস্থিতিতে রামধনু সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা। আর সেই সময় জুতো পড়ে ওই অনুষ্ঠান শুনতে দেখা যায় সস্ত্রীক রাজ্যপাল ও সেচ মন্ত্রীকে। যদিও জুতো খুলেই মহাত্মা গান্ধীর স্মৃতিসৌদ্ধতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সস্ত্রীক রাজ্যপাল। তবে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এদিন রাজ্যপাল সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিলেন না। অনুষ্ঠান শেষে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “আমি প্রথম এসেছি। তাই বুঝতে পারিনি। রাজ্যপাল যেহেতু পায়ে জুতো পরেই উঠেছেন, আমিও তাকে অনুসরণ করেছি মাত্র।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post