নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- সারা রাজ্য জুড়ে চলছে দাবদাহ। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ।দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। এই তাপপ্রবাহে বাইরে বেরুতে বারণ থাকলেও দৈনন্দিন কাজে মানুষকে বেরুতেই হচ্ছে। সেই পথচলতি মানুষদের গরমের হাত থেকে সামান্য মুক্তি ও তেষ্টা মেটাতে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুর পুলমাথায় একটি জলসত্র করা হয়।
পথ চলতি মানুষদের হাতে বাতাসা ও জলের প্যাকেট তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, যুব জেলা সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, শ্রমিক সংগঠনের সভাপতি তবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। অলোক মাঝি বলেন, প্রচন্ড গরমে মানুষকে ঘরে থাকতে বললেও কাজের জন্য মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে। তাই সাধারণ মানুষের সুবিধার জন্য এই প্রচণ্ড গরমে একটু জলের ব্যবস্থা করা হয়েছে।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন কেউ না বের হন ও মরশুমী ফল যেমন তরমুজ, শসা, আম,জামরুল, জাম এগুলো যেন বেশি করে সকলে খান। পাশাপাশি ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে তাই কাজের জন্য যারা বাইরে বেরিয়েছেন তাদের সাময়িক স্বস্তি দেওয়ার জন্য তারা জামালপুর পুল মাথায়, জলসত্রের আয়োজন করেছেন। তিনিও মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post