কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: জন্মদিন মানেই কেক কাটা, হ্যাপি বার্থ ডে গান, খাওয়াদাওয়া, ঘরে কিংবা বাইরে বিশাল অনুষ্ঠান, হইচই। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট। এইভাবে জন্মদিন পালন করাটাই এখন ট্রেন্ড হয়ে গিয়েছে নব্য বাঙালির। কিন্তু চলতি হাওয়ার পথে গা না ভাসিয়ে পূর্ব বর্ধমানের, খণ্ডঘোষ ব্লকের, পোলেমপুর নিবাসী শুভ্র ঘোষের ছেলের দুই বছরের জন্মদিন পালন করলেন সম্পূর্ণ ভিন্নভাবে৷ যা নাগরিক সমাজের কাছে নিঃসন্দেহে একটা নজির রাখল৷
আরো পড়ুন স্ত্রী পুত্রকে খুন করে আত্মঘাতী যুবক
রবিবারই ২ বছরে পা দিয়েছে পোলেমপুর-এর বাসিন্দা রিঙ্গো ঘোষ ৷ বাবা শুভ্র ঘোষ সমাজসেবী৷ ছেলের জন্মদিন একটু অন্যভাবে পালন করার কথা ভেবেছিলেন শুভ্র এবং তাঁর স্ত্রী ৷ শেষে ঠিক করলেন, কিছু সমাজকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে সন্তানের জন্মদিন পালন করা যাক৷ তাহলে একমাত্র সন্তানও ছোটবেলা থেকে ভাল কিছু শিখতে পারবে৷ যেমন ভাবা, তেমনই কাজ৷ ঘোষ দম্পতি রবিবার দিন বর্তমান সময়ের পরিস্থিতির কথা চিন্তা করে রক্তদান শিবিরের আয়োজন করেন৷ রক্তদাতাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ সহ মেমেন্টো ও একটি করে সন্মানোনা পত্র ৷
আরো পড়ুন পেট্রোল ডিজেলের বিপুল মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের
বর্তমান সময়ে সর্বত্র রক্তের ব্যাপক সংকট । বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় এই সময় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সর্বত্র। পোলেমপুর নিবাসী ছোট্ট রিঙ্গর জন্মদিনও ঠিক রক্ত সংকট পরিস্থিতির মধ্যেই৷ তাই ঠিক এই সময়টাকেই রক্তদান শিবিরের জন্য বেছে নিলেন শুভ্র ঘোষ সহ তার পরিবার ৷ রবিবার দামোদর নদী সংলগ্ন পোলেমপুরে মঞ্চ তৈরী করে এলাহী ভাবে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এলাহি লাঞ্চ বা ডিনারের জন্য নয়, কয়েকঘণ্টার জন্য রক্তদান শিবির হয়ে উঠেছিল জন্মদিনের অনুষ্ঠান বাড়ি ৷
আরো পড়ুন পেট্রোপণ্য জি এস টির আওতায় আনলে লিটার পিছু ২০ টাকা কমবে বললেন সুকান্ত মজুমদার
মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্তা ব্যক্তি, সমাজসেবী সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিরা । জানা যায় রবিবার উক্ত রক্তদান শিবিরে ৭০ জন রক্তদাতা তাঁদের অমূল্য রক্ত দান করেছেন। রক্তদানের পর টিফিন খেয়ে তাঁরা ঘরে ফিরলেন একটি করে চারাগাছ হাতে নিয়ে। ছোট্ট রিঙ্গর জন্মদিনে পরিবারের পক্ষ থেকে সেটাই তাঁদের জন্য ছিল রিটার্ন গিফট৷ এদিন অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা, সেহারাবাজার ট্রাফিক ওসি প্রদীপ পাল, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি তথা জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন, সমাজসেবী আশরাফউদ্দিন বাবু, অধ্যাপক সুমন জানা , বিশিষ্ট সাংবাদিক মোল্লা সফিকুল ইসলাম সহ আরও অনেকেই। এদিন খণ্ডঘোষ ওসি পুষ্পেন্দু জানা বলেন, “বর্তমান সময়ে আমরা অনবরত শুনি চারপাশে রক্তের হাহাকার।
আরো পড়ুন বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গরুলিয়ায় মৌন মিছিল
তাই নিজেদের জীবনের এক শুভদিনে রক্তদান শিবির ও বৃক্ষচারা প্রদান করে সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা সত্যি অসাধারণ। ব্লক সভাপতি অপার্থিব ইসলামের কথায়, “আমরা সচরাচর সকলকেই দেখি হইহুল্লোড় করে জন্মদিন পালন করতে। কিন্তু রক্তদান শিবির করে ঘোষ পরিবার যে প্রচেষ্টা দেখিয়েছে তাতে আমরা ওসবের চেয়ে বেশি খুশি হয়েছি”। এদিনের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কেমরি হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post