পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : সাড়ম্বরে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়েছে করিমগঞ্জে। হিন্দু সংগঠন ছাড়াও প্রথমবারের মতো বারোয়ারি পূজাও অনুষ্ঠিত হয়েছে। হনুমান জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে শনিবার উৎসবমুখর ছিল করিমগঞ্জ। প্রতি বছরের মতো হনুমান পূজা করেছে বজরং দল।
আরো পড়ুন কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গারুলিয়ায় ধৃত দুই সাধু বাবার তিনদিনের পুলিশি হেফাজত
আকাঙ্খা ক্লাবের ময়দানে হনুমান পূজার আয়োজন করেছে হিন্দু জাগরণ মঞ্চের যুব বাহিনী। শুক্রবার শোভাযাত্রার মাধ্যমে মূর্তি আনা হয়েছে। সুসজ্জিত মূর্তি গড়েছে করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়। প্রথমবারের মতো এই পূজার আয়োজন করেছে যুব বাহিনী। প্রায় ₹৫০,০০০ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়েছে লক্ষীবাজার রোডের যুব বাহিনী প্রমুখ বিশ্বরাজ দে-র বাড়িতে।
আরো পড়ুন Puja for Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় যজ্ঞ সিউড়িতে
নিজেরা চাঁদা তুলে পুজোর আয়োজন করেছে তারা। উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি মনোজিত চক্রবর্তী, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রমুখ দেবজ্যোতি দাস, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। পুজো অনুষ্ঠিত হয়েছে চরবাজারের রামসীতা আশ্রমেও। এছাড়া ১ম বার বারোয়ারি পূজা আয়োজন করে PWD office-এ ব্ল্যাক প্যান্থার ক্লাব।
Discussion about this post