নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: দীর্ঘ এক মাস রোজার পর মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সহ খণ্ডঘোষ ব্লক জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল খুশির ঈদ । এদিন সকাল থেকে ঈদগা গুলিতে ছিল খুশির মিলন । সমবেত ঈদের নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি ভালোবাসা বিনিময় এবং মিষ্টিমুখ ছিল উল্লেখযোগ্য। অনেকের মতে করোনা বিধির কারণে বিগত দুই বৎসর ভালোভাবে ঈদ পালিত হয়নি। সেই খরা কাটিয়ে এবার সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঈদ পালিত হয়েছে জেলা জুড়ে। সর্বত্রই ছিল শান্তির ও খুশির মেজাজ। খণ্ডঘোষ ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম নিজ এলাকায় নামাজ পরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহিত কোলা কুলি হাত মেলানো এবং গলা মিলন করে সম্প্রীতির মিলনের নিদর্শন রাখেন।
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
এদিন মোহাম্মদ অপার্থিব ইসলাম সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি বলেন, “কোভিড মহামারী কাটিয়ে দীর্ঘ দুই বছর পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার যেমন খুশির ইদ, ও অক্ষয় তৃতীয়াও। এই জোড়া উত্সবে সবাই এখন মেতে উঠেছে । খুশির ঈদে মেতে উঠেছে সকল মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষজনেরা । একমাস পবিত্র রোজা রাখার পর ইদ পালন করলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা । অন্যদিকে, দোকানের ব্যবসায়ী থেকে প্রতিষ্ঠান হোক বা বাড়ি, নিজেদের প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি করতে আজকের দিনে অক্ষয় তৃতীয়ার পুজো করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষ”।
আরো পড়ুন Covid Vaccine: টিকা নিতে বাধ্য করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের
অপরদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় বাংলার সকল মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, “পূর্ববর্তী একমাস ধরে রোজা ব্রত পালন করে রোজাদার মানুষেরা আল্লাহতালার কাছে দেশের সকল মানুষের জন্য প্রার্থনা জানিয়ে মঙ্গলবার পালিত হলো পবিত্র ঈদ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় যে কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা তাঁর দলের সৈনিক তাই আমরাও সকলে খুশির সাথে ঈদ পালন করলাম মুসলিম সম্প্রদায়ভুক্ত দাদা, ভাই, মা, বোনের সাথে”।
Discussion about this post