আমজাদ আলী, মালদা: সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ উৎসব সাড়ম্বরে পালন করে থাকেন।আজ শনিবার ভারতবর্ষ জুড়ে খুশির ঈদ পালিত হলো। আমরা তুলে ধরলাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমত পুর গ্রামের চিত্র।
রহমতপুরে প্রায় ৪০০ থেকে ৫০০ ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায় করলেন ঈদগাহে। সূত্র মারফত জানা গেছে হরিশ্চন্দ্রপুরে প্রায় ২৯ টি জায়গায় ঈদের নামাজ পড়া হয়। এর মধ্যে প্রায় ১৫ টি জায়গায় বেশ বড় জামাত হয় বলে খবর। সকাল সকাল এই ঈদের নামাজ পড়া হয়।সকলেই বেশ শৃঙ্খলিত ভাবে আজকের খুশির ঈদ পালন করলেন।
রহমতপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মৌলানা আরব আলী সাহি বলেন বেশ জমজমাট ও শৃঙ্খলিত ভাবে আজকের এই খুশির ঈদের নামাজ পড়া হলো।সকলের মধ্যে আনন্দ যেনো ফুটে উঠেছে।সব মিলে হরিশ্চন্দ্রপুরের রহমতপুরে আজ খুশির ঈদ খুব ভালো ভাবেই পালিত হলো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post