দীপ দেব : প্রতিবছরের ন্যায় এবছরও সম্পূর্ণ কোভিড বিধি-নিষেধ মেনে শিলচর সোনাই রোড মহাপ্রভু সরনী স্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনে যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৩ তম জন্মবার্ষিকী ও উক্ত মন্দিরের ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের ১৬ জানুয়ারী তথা রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় শিলচর শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গনে উক্ত মঠের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ,কাশী থেকে আগত আচার্য্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ,শ্রীমৎ প্রণব চৈতন্যজী ব্রম্রচারী মহারাজ, শ্যামচৈতণ্য ব্রম্রচারী মহারাজ, শ্রীমৎ জ্যোতিময়ানন্দ ব্রম্রচারী মহারাজ, শ্রীমৎ প্রবীরানন্দ ব্রম্রচারী মহারাজ, বাংলাদেশ থেকে আগত শ্রীমৎ স্বামী মহানন্দগিরি মহারাজ, কলিকাতা থেকে আগত শ্রীমৎ প্রকাশানন্দ ব্রম্রচারী মহারাজ,শ্রীমৎ রাজীবানন্দ মহারাজ, হরিদ্ধার থেকে আগত শ্রীমৎ সুনির্মলানন্দ গিরি মহারাজ, ত্রিপুরা থেকে আগত শ্রীমৎ স্বামী সূর্য্যানন্দ গিরি মহারাজ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন সহ স্বস্তি বাচন ও গীতা পাঠের মাধ্যমে উৎসব উদযাপনের শুভারাম্ভ করেন এবং সঙ্গে সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন, শিলচর শঙ্করমঠ ও মিশনে প্রত্যেক বছর উপস্থিত থাকবেন ও উক্ত মিশনের উপস্থিত সাধু-সন্তরা যেভাবে সনাতন ধর্মের জন্য কাজ করে যাচ্ছেন , তা আমাদের কাছে গর্বের বিষয় এবং উনার বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ প্রদান করবেন মঠের নতুন ভবন নির্মাণের জন্য ।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ বলেন, ১৬ থেকে ১৯ জানুয়ারি বুধবার অবধি সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত গীতা প্রবচন চলবে।তারপর ২০ জানুয়ারি তথা বৃহস্পতিবার হরিও কীর্তন, গৈরিক পতাকা উত্তোলন,শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীরুদ্রাভিষেক, গুরু পূজা,দীক্ষা দান,সাধুভান্ডারা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন, ছাত্র-ছাত্রীদের পুস্তক ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ,সনাতন ধর্ম সম্মেলন, বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভ অধিবাস এবং ২১ জানুয়ারি তথা শুক্রবার মঙ্গলারতি,শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীশ্রী গুরুপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরন, সমবেত প্রার্থনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও শান্তিবাণী পাঠের মাধ্যমে উৎসব শিলচর শঙ্করমঠ ও মিশনের বৈদিক মহতী অনুষ্ঠান মালার সমাপ্তি হবে।
আরো পড়ুন রোগ শয্যাতেই হাতে উঠলো পদ্মশ্রী বাঁটুল দি গ্রেট খ্যাত নারায়ন দেবনাথের
পরবর্তীতে ২৬ জানুয়ারি তথা বুধবার উদারবন্দ বিধানসভার অধীনে থাকা ডিক্সা গ্ৰান্ট নারায়ন টিলায় শঙ্কর মঠ ও মিশন জয়পুর শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী গুরুপূজা ,সনাতন ধর্ম সম্মেলন,সাধু ভান্ডারা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন,শান্তিবানী পাঠের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ উক্ত সনাতন ধর্মীয় অনুষ্ঠান মালাকে সর্বাঙ্গসুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য এই অঞ্চলের ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
Discussion about this post