নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকে নির্মিত হল ফেলে দেওয়া প্লাস্টিক দ্বারা পিচ রাস্তা।মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে জানকী দোকান থেকে শক্তি সিংহ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ৭৪০ মিটার দৈর্ঘ্য আই, এস ,জি,পি,পি প্রকল্প ও ব্লক প্রশাসনের সহায়তায় বিটুমিনের রাস্তা তৈরী হল। ২০২১-২২ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ২২,৬৪,২০২,০০ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পঞ্চায়েত প্রধান রেভানা ইয়াসমিন।
তৈরী হওয়া রাস্তাটি থেকে প্রায় ১,৪০০ ছাত্র-ছাত্রী ও ২৬০টি পরিবার উপকৃত হবে বলে জানা যায়। মঞ্চে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু ও সহ-সভাপতি অমর সাহা। ফলক ও ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন, মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি ও পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেমারি দু’নম্বর ব্লকসমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু,সহ-সভাপতি অমর সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এমদাদ আলী খাঁন, বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায়, বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন,বোহার হাই স্কুলের প্রধান শিক্ষক অরুন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সেখ ইউসুফ, শেখ সিরাজুল সহ পঞ্চায়েতের সকল সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post