দেবশ্রী মুখার্জি: বর্তমান যুগে উপার্জনের পথে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সাথে পাল্লা দিচ্ছেন মেয়েরা সেটা চাকরি হোক বা ব্যবসা। গতকাল অর্থাৎ ৬ ই মে ২০২২ পার্কসার্কাসে কোয়েস্ট মল এর গেট নম্বর ৫ এর বিপরীতে ‘ক্যাফে কানেক্ট’ এর নতুন আউটলেট এর শুভ উদ্বোধন হলো । ইয়ং বিজনেসওম্যান সারা রেয়াজের এটি তৃতীয়তম ক্যাফে। একটি এলগিন রোডে ভেজ আউটলেট, দ্বিতীয় টি সার্দান অ্যাভিনিউতে নন-ভেজ আউটলেট, এবার সারা পার্ক সার্কাসে ননভেজ আউটলেটের শুভ উদ্বোধন করলেন অতিথি ও বন্ধুদের সাথে কেক কেটে।
আরো পড়ুন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ভারত-ফ্রান্স যুগলবন্দী সৌমিতা সাহা ও গ্ৰেগ সৌজের হাত ধরে
ইন্ডিয়ান ,চাইনিজ, কন্টিনেন্টাল , সব ধরনের খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে। ইয়ং জেনারেশন ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে এখানে খাবারের দাম খুবই প্রকট ফ্রেন্ডলি। বর্তমান জেনারেশনের অনেকেই জিম করেন তাদের জন্য থাকছে বিভিন্ন স্যালাড ও নন ওয়েলি ফুডের বিশেষ ব্যবস্থা। প্রত্যেক দিন সকাল ৭ টা থেকে রাত পর্যন্ত খোলা থাকবে ক্যাফে কানেক্টের সবকটি আউটলেট এমনটাই জানালেন সারা নিজে।
আরো পড়ুন বামেদের শাসনের চেয়েও ভয়ঙ্কর অবস্থা বাংলায়, কাশীপুরে গিয়ে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাহানা মালিক, অভিনেত্রী প্রিয়া আগারওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। শাহানা জানান ক্যাফে কানেক্টের আগের আউটলেটগুলোতে তিনি আগেও গেছেন এবার নতুন টায় এসে তার ভীষণ ভালো লাগছে কারণ এখানকার খাবার তার খুবই পছন্দের। অভিনেত্রী প্রিয়া জানান এ এন্ড এম প্রোডাকশন থেকে তার নতুন গান আসতে চলেছে ‘থোরাসা কারদে ইশারা’ এই গানটি দর্শকদের ভাল লাগবে
এবং এই ক্যাফেতে এসে তার খুবই ভালো লেগেছে । তিনি আশা করেন যে এই ক্যাফেতে যে প্রথমবার আসবে সে পরবর্তীকালে আবারও আসবে এখানকার খাবারের স্বাদ নিতে।
Discussion about this post