নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মেমারি দু’নম্বর ব্লকের আহীরা পশ্চিম পাড়া দুর্গা পুজো কমিটির উদ্যোগে হরিবাসর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এবছরের এই অনুষ্ঠান প্রায় ২১ বছরে পদার্পণ করেছে বলে জানা যায়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে ১১(11) তারিখেএই হরিবাসর আয়োজিত হয় আহিরা গ্রামে। হরিবাসর উপলক্ষে তিন দিন ধরে বিভিন্ন ধর্ম মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানালেন হরিবাসর কমিটি।
হরিনাম সংকীর্তন, পূজা, অর্চনা , প্রায় 2,000(২,০০০) ভক্ত বসে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাউল গান ও কীর্তন এবং শনিবার কবি গানের আয়োজন করা হয়েছে বলে জানা যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির ম্যানেজার শ্যামল কুমার পাল, কোষাধ্যক্ষ সত্যনারায়ন কুমার , কমিটির সদস্য সঞ্জীব চ্যাটার্জী, প্রভাত দা , সুশান্ত পাল , রঘুনাথ ঘোষ, শান্ত ঘোষ সহ সকল ভক্তবৃন্দ।
Discussion about this post