কল্যাণ দত্ত ,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় মনের মেলার উদ্বোধন হল আজ শনিবার ১৭ ই ডিসেম্বর। মেলাটির শুভ উদ্বোধন হয় খন্ডঘোষের বাদুলিয়া ফুটবল ময়দানে। উদ্বোধন করেন,জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, এসডিপিও সাউথ সদর সুপ্রভাত চক্রবর্তী, খণ্ডঘোষ সি ডি পি ও লালেস শর্মা, ছিলেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, বেরুগ্রাম রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ভাষ্করা নন্দ জি মহারাজ, সিআই সি সুব্রত ঘোষ, খন্ডঘোষ থানার ওসি সুব্রত বেড়া সহ অন্যান্যরা।
উদ্বোধনী মঞ্চ থেকে কয়েকজন দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে প্রয়োজনীয় বই ও ল্যাপটপ তুলে দেওয়া হয়। গুটি গুটি পায়ে দুই বছরে পদার্পন করলো এই মেলা। মেলাটির শুরু করেছিলেন সংস্কৃতিমনস্ক মানুষ তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম। মেলাকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post