নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- যুবককে খুন করার অভিযোগে ধৃত তাঁরই দাদার শ্বশুর। বীজপুর থানার কাঁচড়াপাড়ার সার্কাস ময়দান সংলগ্ন ডাঙাপাড়ায় শুক্রবার সকালের ঘটনা। মৃত যুবকের নাম অভিষেক সাউ। তাঁর বয়স ২০ বছর। ঘটনায় অভিযুক্ত মৃতের দাদার শ্বশুর বাপ্পা সাউ ওরফে কালুকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা।
আরো পড়ুন আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তিন জগদ্দলে
স্থানীয়রা জানান, এদিন সকালে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিল অভিষেক। অভিযোগ, ওই যুবককে প্রথমে ধাক্কা মেরে সাইকেল থেকে ফেলে দেয় বাপ্পা। তারপর রাস্তার ধারে পড়ে থাকা পাথর তুলে ওই যুবকের বুকে মারে অভিযুক্ত বাপ্পা। এরপর স্থানীয় লোকজন অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় অভিষেককে হালিশহর নান্না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্ত বাপ্পা সাউয়ের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার ও পড়শিরা।
আরো পড়ুন Petrol Diesel price hike: লিটার প্রতি ২.৪৭ টাকা বাড়ল পেট্রোল এর দাম
Discussion about this post