নিজস্ব প্রতিনিধি: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝে মানুষকে বিনোদন মুখী করে তুলতে হাসি খুশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই নিজেদের ঠিক রাখার পথ বেছে নিয়েছে। থেমে নেই চলচ্চিত্র।তাই সম্পূর্ণ ভাবে কোভিড প্রোটোকল মেনেই শুক্রবার ৭ই জানুয়ারি সারা বাংলাজুড়ে একত্রে সিনেমা হলে মুক্তি পেল ধর্মরাজ ফিল্মসের নতুন হরর সিনেমা “পিশাচ”।
আরো পড়ুন ভাটপাড়ার শ্যামনগর ঝাউতলায় নিকাশি খালের ওপর জবরদখল উচ্ছেদ পুরসভার, ক্ষুব্ধ বাসিন্দারা
নবাগত পরিচালক প্রসেন এর পরিচালনায় ছবির প্রযোজনায় আছেন হিমাংশু খাঁ ও মুনমুন। রোমহর্ষক গা ছম ছম করা এক হরর স্টোরি নিয়ে ছবিটিতে অভিনয় করেছেন সান্তনা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, নবাগত ইন্দ্রজিৎ, মুনমুন,ডলি, কৌশিক, সায়ন প্রমুখরা। ছবিতে তন্ময় সর্দারের কথায় তিনটি গানে সুর করেছেন সংগীত পরিচালক নবারুণ দাশগুপ্ত। ছবির মুক্তি উপলক্ষে কলকাতার এক প্রেক্ষাগৃহে হয়ে গেল প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত ছিল ছবির কাস্ট সহ কলাকুশলী রা। বাংলা ছবির মন্দার বাজার কাটিয়ে “পিশাচ “কতটা এগিয়ে যেতে পারে এখন শুধু সেটাই দেখার অপেক্ষায়।
আরো পড়ুন মহেশতলায় আটটি কনটেইনমেন্ট জোন
Discussion about this post