সুরভিতা রায়: ১ লা জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘটকপুকুর থেকে ২৫ জনের একটি দল পিকনিকে গিয়েছিল , টাকি তে । পিকনিক থেকে ফেরার পথে , গাড়ি থামিয়ে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল। এমনটাই অভিযোগ পরিবারের , পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ , এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন শীঘ্রই মুক্তি পেতে চলেছে SRL Calendar 2022, রইল মডেলদের কিছু শুটের ছবি
ঘটনাটি ঘটেছে কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখাঁ এর কাছে। পিকনিকে গিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে দলটি। হাতাহাতিতে ভাঙচুর হয় দুই পক্ষের তিনটি গাড়ি ও। তখনকার মতো স্থানীয় তৃণমূল কর্মীরা হস্তক্ষেপ করে বিষয়টি মিটিয়ে দিলে সাময়িকভাবে বিবাদ থামলে ও ইটি পড়েনি পুরোপুরি, পিকনিক থেকে ফেরার পথে মিনাখাঁ বাজারের কাছে গাড়ি থামিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে।
আরো পড়ুন নতুন বছরে’ ক্রুষ ফ্যাশন ওয়ার্ল্ড’ এ সম্পন্ন হলো ‘রাই কিশোরীর’ শীতের কালেকশন এর ফটোশুট
কুমার জোলে র কাছে একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তাকে। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। রবিবার সকালে ৬ জন যুবক কে গ্রেপ্তার করা হয়। তবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি করে এই ঘটনা ঘটল প্রশ্ন এর মুখে স্থানীয় প্রশাসন এর নিরাপত্তা।
আরো পড়ুন Happy New Year 2022: Best Messages, Wishes and Images to share on New Year
Discussion about this post