কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ,গলসি সহ বিভিন্ন এলাকা থেকে ৬০ থেকে ৬৫ জন মানুষ ট্যুরিস্ট বাসে করে জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। গত ১৩ই মার্চ তারা যাত্রা শুরু করেন। গত ২৪ সে মার্চ শ্রীনগর এলাকার ভ্রমনীয় স্থানগুলি ভ্রমণ করার পর ফরিদ গঞ্জ এলাকায় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক ঘটনায় ২৩ জন আহত হন। ৭ জন নিহত হয়েছেন বলে খবর। মৃতদের তালিকায় রয়েছেন খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামের বাসিন্দা মালতি কুন্ডু,(৫৭) ও গলসির সুমিত্রা হাজরা। পাশাপাশি তোড়কোনার আরও দুইজন বাসিন্দা আহত বলে জানা যায়। দুর্ঘটনার খবর মালতি কুণ্ডুর বাড়িতে এসে পৌঁছালে পরিবারসহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় প্রশাসনের সহায়তায় মৃতদেহ ফেরার অপেক্ষায় তোড়কোনা বাসি সহ পরিজনেরা।
তোড়কোনার গৃহবধূ মালতি কুন্ডুর অকাল মৃত্যুতে স্তম্ভিত হয়ে শোক জ্ঞাপন করেন, এবং পরিবারের প্রতি সমবেদনা জানান তোড়কোনার বাসিন্দা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত।
Discussion about this post