কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার, জামালপুর থানার অধীন জৌগ্রাম শীতলা মন্দির এলাকায় শনিবার সকালে বাজার করতে বেরিয়ে মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যায়, মৃত ব্যক্তির নাম বরুণ রক্ষিত, বাড়ি জৌগ্রাম উত্তর পাড়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ পুলিশ তাদের না জানিয়ে মৃতদেহটি নিয়ে যাচ্ছিল, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ। সৃষ্টি হয় প্রবল উত্তেজনার,পরিস্থিতি চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এস ডি পি ও (সদর সাউথ ) সুপ্রভাত চক্রবর্তী সাথে সাথে জামালপুর অফিসার ইনচার্জ রাকেশ সিং এর নেতৃত্বে উপস্থিত হয়, বিশাল পুলিশবাহিনী সহ ৱ্যাফ বাহিনী। উপস্থিত হয় মেমারি থানার পুলিশ আধিকারিকরা ও। সামাল দেওয়া হয় উত্তেজিত জনতাদের। পরে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাটি বোঝাই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে জামালপুর থানার পুলিশ, পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তির পরিবারের দাবি, ডাম্পার চালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যথাযত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
Discussion about this post