নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রেল হকার ও রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে রবিবার বেলায় নৈহাটিতে প্রতিবাদী মিছিল করলো মানবাধিকার সংগঠন সিপিডিআর অর্থাৎ কমিটি ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস। উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে এদিন সংগঠনের প্রতিনিধিরা নৈহাটির চিলড্রেন পার্কের কাছ থেকে রাধাবল্লভ তলা তেমাথা মোড় পর্যন্ত মিছিল করে।
প্রসঙ্গত, পূর্ব রেলের তরফে গত ১২ মার্চ নোটিশ দিয়ে জানিয়ে দেয়, নৈহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিকে জবর দখলদের অবিলম্বে জায়গা খালি করে দিতে হবে। গত ১২ এপ্রিল রেল প্রশাসন উচ্ছেদে এলে রুখে দাঁড়ায় রেল কোয়ার্টারের বাসিন্দারা ও রেল হকারেরা। রেল হকারদের পাশে সেদিন দাঁড়ান তৃণমূলের নেতা-কর্মীরাও। উচ্ছেদে বাধা পেয়ে পিছু হটে রেল প্রশাসন। ফের উচ্ছেদের আশঙ্কায় এদিন প্রতিবাদী মিছিল করলো সিপিডিআর।
আরো পড়ুন Kolkata Tram Service: কলকাতায় ফের ছুটবে ট্রাম, শুরু তৎপরতা
এই মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস বলেন, রেল কোয়ার্টারে বসবাসকারী গরিব মানুষজন এবং রেল হকারদের পুনর্বাসন ছাড়া কোনওমতেই উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের প্রতিবাদে তাদের আন্দোলন জারি থাকবে।
Discussion about this post