নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পলতা জহর কলোনিতে মহিলার গলা কেটে খুনের ঘটনায় ধৃত তাঁর স্বামীই। ধৃত বায়ু সেনা কর্মী অমর লাল কাঁপুরের বাসিন্দা। কয়েকদিন আগে জহর কলোনির জন ভট্টাচার্যের বাড়িতে দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া আসেন বায়ু সেনা কর্মী অমর লাল। শুক্রবার রাতে শোবার ঘর থেকে নোয়াপাড়া থানার পুলিশ রঞ্জনা দেবীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।
আরো পড়ুন Bengali Film ‘Mini’: আগামী ৬ই মে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘মিনি’
ওইদিন রাতেই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের পর পুলিশ অমর লালকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশি জেরায় অমর লাল খুনের কথা স্বীকার করে নেয়। অমর লাল। শনিবার সকালে নোয়াপাড়া থানায় এসে মৃতার দাদা অজয় কুমার জানান, কানপুরের বাড়িতে ছুটি কাটিয়ে গত ২৫ মার্চ পলতা বায়ু সেনা ছাউনিতে অমর লাল কাজে যোগ দিয়েছিল। আগে অমর লাল আসামে কর্মীরত ছিলেন। অজয়ের অভিযোগ, এক মাস আগে কানুপুরে শ্বশুর-শাশুড়ি বোনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। অজয়ের দাবি, শ্বশুর-শ্বাশুড়ির উস্কানিতেই জামাই বোনকে গলা কেটে খুন করেছে। যদিও পুলিশের দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই খুন।
Discussion about this post