দেবশ্রী মুখার্জী : ১৯ শে এপ্রিল বিধাননগর পৌরনিগমের পৌরমাতা ও মেয়র পারিষদ সদস্যা আরাত্রিকা ভট্টাচার্য্যের উদ্যোগে বিধায়ক তাপস চ্যাটার্জীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হল পবিত্র রমজান মাসের ২৭ তম রোজার ‘ইফতার এ মজলিস’৷ মুসলমান ধর্মাবল্মীদের ইফতার অর্থাৎ সারাদিনের উপবাসের পর আহার গ্রহনের এই অনুষ্ঠানে তাদের সাথে একসাথে বসে আহার গ্রহন করলেন , বিধায়ক তাপস চ্যাটার্জী , আরাত্রিকা ভট্টাচার্য্য ,বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্ত্তী , ডেপুটি মেয়র অনিতা মন্ডল, MMIC দেবরাজ চক্রাবর্ত্তী , MMIC রহিমা বিবি , বোরা ১ এর চ্যায়ারম্যান শাহনওয়াজ আলি মন্ডল, পৌরপিতা পিনাকী নন্দী সহ অন্যান্যরা ৷ ঐদিন প্রায় আড়াই হাজার মানুষ একত্রে বসে রোজা খোলে বা সারাদিনের উপবাস ভঙ্গ করে। এরপর সামাজিক দায়বদ্ধতায় কিছু দুঃস্থ পরিবার কে আর্থিক ভাবে সাবলম্বী করতে সেলাই মেশিন ও অটো কোনার অর্থ প্রদান করা হয় ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post