দেবশ্রী মুখার্জী: মুসলিম ধর্ম অনুসারে সব থেকে পবিত্র মাস রমজানের মাস। মুসলিম ধর্মাবলম্বীরা এই মাসে সারাদিন রোজা অর্থাৎ উপোস থেকে সন্ধের সময় ইফতারের মাধ্যমে ফলাহারে উপোস ভঙ্গ করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় হকার্স সুরক্ষা ইউনিয়নের প্রেসিডেন্ট বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) নেতৃত্বে, এই সংস্থার ভাইস চেয়ারম্যান জনাব মুক্তার আহমেদ, জেনারেল সেক্রেটারি জনাব শেইফ আলী, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জনাব রেহান খানের বিশেষ উদ্যোগে হিন্দু- মুসলিম নির্বিশেষে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের দাওয়াতে ইফতারে আয়োজন করে।
এই অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক মদন মিত্র (Madan Mitra) সকলের সাথে বসে নিজেও ইফতারিতে অংশগ্রহণ করেন। বিধায়ক স্বর্ণ কমল সাহা, মানা চক্রবর্তী, বরখতি ইমাম , সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের মতে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রতি বাড়াতেই এই উদ্যোগ।
Discussion about this post