কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:: পূর্ব বর্ধমানের জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি। এই স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এক ঐতিহাসিক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। প্রায় ৩০০০ রোজাদার আজকে এখানে ইফতার করেন। অনুষ্ঠানটি হয় জামালপুর নেতাজি ময়দানে।
আরো পড়ুন Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে নিয়ে বিশেষ পরিকল্পনা নবান্নের
এই ইফতার পার্টি উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সারাক্ষণ জামালপুর বর্ধমান এর পুলিশ সুপার কামনাশীষ সেন, এসডিপিও সুপ্রভাত চক্রবতী, সি আই শ্যামল চক্রবর্তী,জামালপুর থানার ওসি রাকেশ সিং, ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক আলোক কুমার মাঝি, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বিডি এর চেয়ারপারসন কাকলি তা, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, কৃষি কর্মাধ্যক্ষ মোঃ ইসমাইল, জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট ভিডিও গৌতম কুমার দত্ত, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর ঋত্বিক ঘোষ, রায়না ১ ব্লক সভাপতি বামদেব মন্ডল, ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং যিনি ইফতার করালেন সেই মুসলিম সম্প্রদায়ের নওশাদ আলী সাহেব, জন কল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খান ও কোষাধক্ষ্য ভূতনাথ মালিক সহ্য অন্যান্যরা।
আরো পড়ুন দিনহাটা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হল ইফতার পার্টি
প্রায় ৩০০০রোজদার খুশিমনে এখানে একসঙ্গে ইফতার করলেন । এই ইফতার পার্টিতেও সরব ধর্ম সমন্বয় চোখে পড়লো।একই মঞ্চে অবস্থান করছেন ব্রাহ্মণ সম্প্রদায় এবং ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। সকল আমন্ত্রিত অথিতীই প্রত্যেক রোজাদারদের শুভেচ্ছা ও ঈদের আগাম শুভেচ্ছা জানান। মেহেমুদ খান সকল রোজাদার দের ধন্যবাদ জানান তাঁর আমন্ত্রণে আসার জন্য।
Discussion about this post