তনুময় দেবনাথ: পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে এই ইফতার আয়োজন। দিনহাটার সাংবাদিকদের উদ্যোগে ইফতার পার্টি আয়োজিত হল। দিনহাটা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পুরসভার আপন ঘরে এই ইফতার পার্টি হয়। ইফতার পার্টিকে ঘিরে সংহতির মেলবন্ধন গড়ে ওঠে।
আরো পড়ুন নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা মোর্চার মিছিল ব্যারাকপুরে
উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, এসআই দীপক রায় , দিনহাটা জামে মসজিদের ইমাম মেফতাহুল জান্নাত, মাসুদ হাসান,।
এ দিন ইফতার পার্টি শুরুর আগে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় সকলে। প্রেসক্লাবের পক্ষ থেকে নেতৃত্ব জানান, রমজান মাস হল পবিত্র মাস। পবিত্র এই মাসে ইফতারের মধ্য দিয়ে মানুষের সাথে আদর্শ ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে এই আয়োজন। দিনহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জসর আহমেদ ইউসুফ হক, অমৃতা চন্দ, সুমন মন্ডল, হরিপদ রায়,প্রশান্ত সাহা, তনুময় দেবনাথ, রবিউল হোসেন, রাহেন খন্দকার, রাহুল দেব বর্মন, সহ সকল সদস্য।
Discussion about this post