নিজস্ব প্রতিনিধি : – পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামে পাঁচদিন ধরে একটি পথ কুকুরের মুখ থেকে মাথা পর্যন্ত আটকে আস্ত একটি প্ল্যাস্টিকের কৌটো। এখন হাঁসফাঁস অবস্থা কুকুরটির। মুখে কৌটো আটকে থাকায় পাঁচদিন ধরে অভুক্ত রয়েছে ওই কুকুরটি।
মুখ থেকে কৌটো খোলার চেষ্টা করেও সফল হননি স্থানীয় মানুষজন। বুধবার পঞ্চায়েত প্রধান শঙ্কর ঘোষের উদ্যোগে পঞ্চায়েত কর্মীরা কুকুরের মুখ থেকে কৌটো খুলতে ব্যর্থ হয়েছেন। তবুও প্রধানের দাবি, কৌটো খোলার প্রানপন চেষ্টা করা হবে। যাতে কুকুরটি প্রাণে বেঁচে যায়।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
আরো পড়ুন মাদুলিতেই উধাও হবে করোনা! দাবি করতেই মাদুলি বাবার বাড়িতে পুলিশ
Discussion about this post