নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- জগদ্দলের শ্যামনগর নতুনগ্রামে গৃহবধূকে হুমকি দিয়ে জানলা দিয়ে ঘরে লাগাতার চিঠি ফেলার অভিযোগ উঠেছে। এবার জানলা দিয়ে ঘরে খাটে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার সকালে টোটো চালক সন্তু দাসের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ঘটনার পর থেকেই আতঙ্কে দাস পরিবার। আতঙ্কের জেরে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতে চলেছেন দাস দম্পতি। সন্তু দাসের স্ত্রী মৌমিতা দাস বসুর দাবি, ঘটনায় পড়শিদের মধ্যে কেউ জড়িত। অভিযোগ দায়ের করা সত্ত্বেও, পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, হুমকি দিয়ে লেখা একাধিক চিঠি পাওয়ার পর গত ১৮ এপ্রিল দাস পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
আরো পড়ুন রূপা-মৌসুমীর সাক্ষাৎকার: নববর্ষে শাড়ির হোর্ডিং শুটে SRL-এর বাজিমাত
Discussion about this post