নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : – শুক্রবার ভোরে আচমকা আগুন লাগে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শুকচর এক নম্বর সুভাষনগরে। ঘরের মধ্য থেকে ধোঁয়া বেরোতে দেখে গৃহকর্তা তপন কুমার দে-র স্ত্রী চিৎকার করে ওঠেন।
আরো পড়ুন শেষ দিনে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থী পরেশ পালের
দমকল আসার আগেই পাড়ার লোকজন ছুটে এসে জল দিয়ে প্রায় আগুন নিভিয়ে ফেলে। তারপর এলাকার লোকজনের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় দমকল কর্মীরা।
আরো পড়ুন চোর সন্দেহে বীজপুরে ধৃত দুষ্কৃতী
ভয়াবহ আগুনে ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাছাড়া ঘরের টালির ছাউনি ভেঙে নীচে পড়ে গিয়েছে। তবে এলাকার লোকজনের তৎপরতায় বড় ধরনের ঘটনার হাত থেকে নিস্তার মিলেছে।
Discussion about this post